Know For Share PureBD24.Ga

Breaking

ওয়েবসাইট আপডেট হচ্ছে।

Thursday, January 10, 2019

কাস্টম রম সম্পর্কে জেনে নিন পর্ব-১

কিংবা যারা এই বিষয় নিয়ে জানতে চাইছেন এদের জন্য এই পোস্ট…..??


চ্যাপ্টার ১

কাস্টম রম ক?

আপনার ফোনের যে রম টা থাকে সেট অফিসিয়াল ভাবে সীমিত কিছু ফাংশন কোয়ালিটি দিয়ে থাকে…. আর এর থেকে উন্নত কিছু ফাংশন আরও ভালো পারফরম্যান্স,ব্যাটারী ইত্যাদি ব্যাবহার করার জন্য আমরা #কাস্টম রম ব্যাবহার কর।

#কাস্টম রম ব্যাবহার করার আগে কিছু কথা

অবশ্যই আপনার ফোন টি রুট করতে হবে এবং twrp ইন্সটল দিতে হবে…. আর অল্প সল্প কিছু জানা দরকার এই বিষয় নিয়ে….

না হইলে এইসব করতে গিয়ে অনেক সময় ফোন ব্রিক করে

মূল্যবান কথা..

কাস্টম রম ইনস্টল দেয়ার আগে অবস্য আপনার boot img টা আপনার স্টক রোম এর সাথে পোর্ট করে নিবেন
আর যেকোনো কাস্টম রম ইনস্টল দেয়ার আগে আপনার স্টক রম টা ব্যাকআপ করে নিবেন??নইলে ইন্সটল দেয়ার পর কাস্টম রম টি ওপেন হওয়ার সময় অনেক ঝামেলা করে?? ওই সময় আপনি যাতে আবার আপনার স্টক রম চলে যেতে পারবেন

কাস্টম রম ইন্সটল দেয়ার আগে অবশ্যই twrp থেকে wipe এ গিয়ে সেখান থেকে cache ,data, system ফরম্যাট করে নিবেন

অনেক সময় আমাদের নিজেদের ফোনের মডেল দিয়ে গুগলে কাস্টম রম খুজলে ভালো ভালো কাস্টম রম পাওয়া যায় না…
তো সেইসময় আপনি আপনার ফোনের #চিপসেট (মিডিয়াটেক,কার্নেল,এন্ড্রয়েড ভার্শন) অনুযায়ী শ্বার্চ দিলে অনেক রম ই পাওয়া যায়??যেগুলো আপনি আপনার ফোনের জন্য ব্যাবহার করতে পারবেন??

চিপসেট অনুযায়ী রম খুজার জন্য আপনি গুগলে আপনার ফোন এর মডেল লিখে সার্চ করুন

আর হ্যা অন্য ফোনের বা আপনার চিপসেট এর সাথে মিল নেই এমন কস্টম রম ইন্সটল দিবেন না
 কিন্তু আপনার ফোনের ক্ষতি হবে??

#Note: এইখানে আমি যা জানি বা জেনেছি তাই নিয়ে লিখেছ

চ্যাপ্টার ২ তে কিভাবে বুট পোর্ট ও কাস্টম রম পোর্ট নিয়ে পোস্ট দিবো যদি আপনাদের সমত্তি থাকে


No comments:

Post a Comment

Adbox